শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। মোহালিতে ভারতের ব্যাটারদের পর এবার ছড়ি ঘুরাচ্ছে বোলাররাও। দ্বিতীয় দিন শেষে ১০৮ রানে শ্রীলঙ্কার চার উইকেট তুলে নিয়েছে রোহিত শর্মার দল। এখনও ৪৬৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
আগের দিন ৪৫ রানে অপরাজিত ছিলেন জাদেজা। আরেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ছিলেন ১০ রানে। এদিনের শুরু থেকে দুজনেই ছিলেন দারুণ সাবলীল। দিনের শুরুতেই হাফ সেঞ্চুরি তুলে নেন জাদেজা। অশ্বিনও তুলে নেন হাফ সেঞ্চুরি। দুজনের ১৩০ রানের জুটি ভাঙেন সুরাঙ্গা লাকমল। দেখেশুনে খেলে সেঞ্চুরি তুলে নেন জাদেজা।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পর আরও আগ্রাসী হয়ে ওঠেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এভাবে খেলতে খেলতে দেড়শ রানও পার করে ফেলেন তিনি। সম্ভবত ডাবল সেঞ্চুরিও হাঁকাতে পারতেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু রোহিত শর্মা ইনিংস ঘোষণা করায় ১৭৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় জাদেজাকে। ৩৪ বলে ২০ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন পেসার মোহাম্মদ শামি। জাদেজার ইনিংসটি ছিল ২২৮ বলে, ১৭টি চার ও তিনটি ছক্কার সহযোগে। লঙ্কানদের হিয়ে দুটি করে উইকেট নেন লাকমল, বিশ্ব ফারনান্দো ও লাসিথ এমবুলদেনিয়া।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৮ রানে অধিনায়ক লাহিরু থিরিমান্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৭ রানে থিরিমান্নে ফেরার একটু পর ফিরে যান দিমুথ করুণারত্নেও। তাকে ১৭ রানে বোল্ড করেন অশ্বিন। এরপর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ২২ রানে এবং ধনাঞ্জয়া সিলভা সাজঘরে ফিরেছেন মাত্র ১ রান করে। দিনশেষে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে লঙ্কানরা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.