ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে দেশটির শেল্টার হাউস থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হচ্ছে।
এর আগে, তাদের শেল্টার হাউস থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে নেওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধাবস্থা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়।
এ বিষয়ে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা বলেন, ‘ইউক্রেনের শেল্টার হাউসে থাকা ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়ার চেষ্টা চলছে। গতকাল শুক্রবার তাদের রোমানিয়া নেওয়ার একটি উদ্যোগ নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়। তবে শিগগির রোমানিয়ায় নেওয়া হবে তাদের।’
এ হামলার ঘটনায় নিহত হাদিসুরের মরদেহ নাবিকদের সঙ্গেই রোমানিয়া নেওয়া হবে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘চেষ্টা চলছে। কিন্তু আপনারা জানেন, মরদেহ বহনের জন্য বিশেষায়িত ফ্রিজিং ভ্যানের ব্যবস্থা করতে হয়। এখন ইউক্রেনে এই ভ্যানের সংকট রয়েছে। হাদিসুরের মরদেহ ওখানেই একটি হিমঘরে সংরক্ষিত আছে। পরিবহনের ব্যবস্থা করতে পারলেই মরদেহ রোমানিয়ায় নেওয়া হবে। হয়তো ২৮ নাবিককে আগে নেওয়া হবে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.