যুক্তরাষ্ট্র নিয়ে বিস্ফোরক মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। নেপোলিয়ান এবং হিটলারের সঙ্গে যুক্তরাষ্ট্রকে তুলনা করে তিনি বলেছেন, তারা ইউরোপকে বশ করতে চেয়েছিলেন, এখন আমেরিকা সেটা করছে।

লাভরভ বরাবরের মতো ইউক্রেন সরকারকে ‘নাৎসি’ আখ্যা দিয়ে বলেন, গ্যাং দল মারিওপোলসহ ‘শহর এবং উপশহরগুলো’ লুট করছে। ইউক্রেনের প্রধান বন্দরগুলোর একটি মারিওপোল ।

রুশ এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ইউক্রেনের সেনারা বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

বক্তব্যের মধ্যে বারবার ‘হলিউড মুভি’র কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষদের পশ্চিমা মিডিয়ার লেখা হলিউড মুভি দেখা উচিত নয়। এগুলো (পশ্চিমা মিডিয়া) দুষ্টুচক্র।

লাভরাভ আরও বলেন, রাশিয়ার মূল্যে ন্যাটো পশ্চিমাদের নিরাপত্তা শক্তিশালী করছে। রাশিয়ার গ্যাসপাইপলাইন নর্ডস্ট্রিম ২ বন্ধের সিদ্ধান্তের পেছনেও যুক্তরাষ্ট্র দায়ী বলে তিনি অভিযোগ করেন।

বিদেশি কিছু নেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে লাভরভ বলেন, সেনা অভিযানের মাধ্যমে ইউক্রেনে তারা শেষ দেখে ছাড়বেন।

সূত্র: রয়টার্স

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.