ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে চারটি বড় আকারের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইউক্রেনের আরো কয়েকটি বড় শহরে রাশিয়া হামলা জোরালো করেছে। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল অগ্নিকুণ্ডে শহরের আকাশ জ্বলে উঠেছে।
আমেরিকার প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছে, রাশিয়ার ৬০ কিলোমিটার দীর্ঘ সামরিক বহর কিয়েভ শহরের কাছাকাছি আসার পর অনেকটা থমকে আছে। স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে আমেরিকা এবং ব্রিটেনের কর্মকর্তারা বলছেন, এ বহর কার্যত থেমে আছে। এতে জ্বালানি এবং খাদ্য সংকট থাকতে পারে।
রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারে সে সুযোগ দেয়া হবে।
এদিকে রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খারসন নিয়ন্ত্রণে নিয়েছে। এক সপ্তাহ আগে হামলা শুরুর পর এই প্রথম কোন বড় শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সৈন্যরা।
এদিকে জাতিসংঘ বলছে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন ছেড়ে প্রায় ১০ লাখ মানুষ পালিয়েছে। এ সংখ্যা দ্রুত আরো বাড়ছে। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.