বিদেশি মুদ্রা কিনতে ৩০ শতাংশ কমিশন দিতে হবে রাশিয়ায়

রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ অব্যাহত রেখেছে। রাশিয়ার নাগরিকরা যাতে রুবল বিক্রি করে বিদেশী মুদ্রা কিনতে না পারে সেজন্য ৩০ শতাংশ কমিশন আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিদেশী মুদ্রা কিনতে গেলে রাশিয়ায় ৩০ শতাংশ কমিশন দিতে হবে। এর ফলে বিদেশী মুদ্রা ক্রয় ব্যয়বহুল হবে এবং অনেকে বিদেশী মুদ্রা ক্রয় করতে নিরুৎসাহিত হবে।

রুবলের দরপতন ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে রাশিয়া থেকে বিদেশে অর্থ পাঠানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.