ইহুদিদের কাছে বিশেষ আবেদন ইউক্রেনের প্রেসিডেন্টের

ইউক্রেনে হামলা আরো তীব্র করেছে রাশিয়া। এরইমধ্যে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমর জেলেনস্কি। সেখানে একাধিক বিষয়ে কথা বলেছেন তিনি। দাবি করেছেন, এখনো পর্যন্ত ছয় হাজার রাশিয়ার সেনা ইউক্রেনে নিহত হয়েছেন।

জেলেনস্কির এই দাবির পরেই রাশিয়া প্রথম তাদের নিহত এবং আহত সেনার সংখ্যা প্রকাশ করে। রাশিয়ার দাবি ৪৯৮ জন রাশিয়ার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৫৯৭ জন। জেলেনস্কির বক্তব্যকে ভুল তথ্য বলে ব্যাখ্যা করেছে রাশিয়া।

জেলেনস্কি বলেছেন, রাশিয়া বিশ্বের মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে ফেলতে চাইছে। মুছে ফেলতে চাইছে ইউক্রেনের ইতিহাস, সংস্কৃতি সবকিছু। কিন্তু কেবল বোমা ফেলে আর রকেট ছুঁড়ে ইউক্রেনকে মুছে ফেলা যাবে না। রাশিয়ার সেনা জানেই না ইউক্রেনের ইতিহাস। তাদের কাছে কিভ বিদেশ। সেজন্যই তারা হলোকস্টের মেমোরিয়ালে আক্রমণ চালায়।

জেলেনস্কি নিজে ইহুদি। এদিন তিনি বলেছেন, নাৎসি আক্রমণের সময় ওই অঞ্চলে ৩৩ হাজার ইহুদিকে হত্যা করা হয়েছিল। তাদের স্মরণ করেই ওই মেমোরিয়াল তৈরি হয়েছিল। মৃতদের কবর দেওয়া হয়েছিল ওখানে। গোটা বিশ্ব তখন জানিয়েছিল, আর কোনোদিন এমন বর্বর আক্রমণ হবে না। কিন্তু রাশিয়া হলোকস্ট মেমোরিয়ালে আক্রমণ চালিয়ে ফের একই কাজ করল। এরপরেই গোটা বিশ্বের ইহুদিদের কাছে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানান জেলেনস্কি। তিনি বলেন, এতদিন বিশ্বের শক্তিশালী দেশগুলো ইউক্রেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। কিন্তু লড়াইয়ে ইউক্রেন ক্রমশ একা হয়ে পড়ছে।

জেলেনস্কির এই বার্তার কিছুক্ষণ পরেই রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের খেরাসন অঞ্চল তারা দখল করে নিয়েছে। পরে খেরাসনের মেয়রও সে কথা স্বীকার করে নেন। তিনি বলেন, খেরাসন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত সাতদিনে এই প্রথম কোনো অঞ্চল সম্পূর্ণ দখল করে নেওয়ার কথা জানালো রাশিয়া।

এদিকে ডিডাব্লিউ-র সাংবাদিক পশ্চিম ইউক্রেন থেকে জানিয়েছেন, রাশিয়ার বিরাট কনভয় কিভের আরো কাছে চলে এসেছে। অত্যন্ত ধীর গতিতে ওই কনভয় কিভের দিকে এগোচ্ছে। কনভয় কিভ পৌঁছে কী করতে চায়, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.