আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে নুরুল হাসান সোহানকে। ফলে ১৪ জনের স্কোয়াড গিয়ে এখন দাঁড়াল ১৫ জনে।
বুধবার (২ মার্চ) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বাকি ২৪ ঘন্টারও কম। ধারণা করা হচ্ছে চোট পাওয়া মুশফিকুর রহিমের বিকল্প হিসেবেই নুরুলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।
জানা গেছে, মুশফিকের চোট গুরুতর। পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।
প্রথম টি-টোয়েন্টি শুরুর আগের দিন ব্যাটিং করার সময় চোট পান মুশফিক। যদিও এক্স-রে রিপোর্টে কোন চিড় ধরা পড়েনি। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছিলেন, ‘মুশফিকের আঙুলে স্ক্যান করানো হয়েছে, তবে কোনো চিড় ধরা পড়েনি। আপাতত সে পর্যবক্ষেণে রয়েছে। খেলা শুরু হতে এখনও অনেক সময় বাকি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্টের।’
জাতীয় দলের কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরণের সঙ্গে মাঝ মাঠে অনুশীলন করায় মুশফিক নেটে আসেন কিছুটা দেরিতে। এসেই পেসারদের নেটে ব্যাটিং করতে যান। সেখানে আগে থেকেই বোলিং করছিলেন শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।
মুশফিক এসে শরিফুলের প্রথম বল খেলতে গিয়েই ডান হাতের আঙ্গুলে আঘাত পান। সাথে সাথেই বসে পড়েন মাটিতে। দলের এক সাপোর্ট স্টাফ এসে তার হাতে ম্যাজিক স্প্রে দিতে থাকেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। শেষে গ্লাভস খুলে ব্যাট ছেড়েই মুশফিক নেট ছাড়েন। চলে যান ইনডোরের ভিতরে।
সেখানে বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করেন বিসিবির মেডিক্যাল টিম। সাপোর্ট স্টাফকে দেখা যায় তার হাতে বরফ দিতেও। এরপর মুশফিক ইনডোর থেকে বের হয়ে হাঁটা দেন সোজা ড্রেসিং রুমের দিকে। এরপর আর অনুশীলন করেননি।
এদিকে ২১ ফেব্রুয়ারি ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না নুরুল। সর্বশেষ পাকিস্তান সিরিজে খেললেও অফ ফর্মের কারণে তাকে এই সিরিজের দলে নেননি নির্বাচকরা। তবে মুশফিকের চোট শেষ পর্যন্ত কপাল খুলে দিল তার।
২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের এই স্কোয়াডে নতুন মুখ মুনিম শাহরিয়ার। এছাড়া ১৫ জনের এই দলে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন ৬জন। এরা হলেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, নুরুল হাসান সোহান, শামিম পাটুয়ারি ও আকবর আলী।
টি-টোয়েন্টি সিরিজের ২টি টি-টোয়েন্টির ভেন্যু ঢাকা, অনুষ্ঠিত হবে ৩ ও ৫ মার্চ। আর চট্টগ্রামে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.