রাশিয়ার কাছে পণ্য বিক্রি করবে না নাইকি

ইউক্রেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নাইকি রাশিয়াতে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে যারা অনলাইনে শপিং করেন তারা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নাইকির পণ্য অর্ডার করতে পারছেন না।

রাশিয়ায় বসে যারা নাইকির ওয়েবসাইটে ঢুকেছেন তারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন। সেখানে লেখা আছে- এখানে নাইকির অর্ডার নিশ্চিত করা যাচ্ছে না। এর পরিবর্তে অনলাইন ক্রেতাদের নিকটস্থ নাইকির রিটেইল শপের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে।

ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভাসিলেঙ্কো টুইটারে লিখেছেন, নাইকি, অ্যাপল এবং অ্যামাজন রাশিয়াকে বর্জন করার বিষয়টি বড় ঘটনা। প্রাইভেট কোম্পানিগুলো যে রাশিয়াকে বর্জন করতে পারে, এটি তার বড় উদাহরণ।

এদিকে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন। এ দুটি দেশের অ্যাথলিটরা কোন ধরণের আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

আন্তর্জাতিক স্কেটিং-এ রাশিয়ার অ্যাথলিটরা বেশ ভালো দক্ষতা দেখিয়েছেন অতীতে। সম্প্রতি বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিকে স্কেটিং ইভেন্টে পাঁচটি পদক জিতেছে রাশিয়া।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.