সিইসিসহ কমিশনারদের পিএস পদায়ন

সদ্য দায়িত্ব নেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অপর চার নির্বাচন কমিশনারের একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদায়ী কে এম নূরুল হুদা কমিশনের সময়কালের দু’জনকে বহাল রেখে বাকি তিন পদে রদবদল আনা হয়েছে।

একান্ত সচিবদের দায়িত্ব বন্টনের আদেশ থেকে জানা গেছে, সিইসি কাজী হাবিবুল আউয়ালের একান্ত সচিব হিসেবে ইসি সচিবালয়ের সেবা শাখার সহকারী সচিব মো. রিয়াজ উদ্দিনকে পদায়ন করা হয়েছে। এ পদে থাকা একেএম মাজহারুল ইসলামকে বদলি করা হয়েছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপ-পরিচালক পদে।

সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে একই পদে রেখে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবীবের দফতরে। তিনি প্রায় ১০ বছর ধরে নির্বাচন কমিশনারের একান্ত সচিবের পদে রয়েছেন। তিনি বিদায়ী কমিশনার কবিতা খানমের পিএস ছিলেন।

শৃঙ্খলা শাখার সহকারী সচিব হাবিবা আখতারকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার একান্ত সচিব পদে।

নির্বাচন কমিশনার মো. আলমগীরের একান্ত সচিব হিসেবে আনা হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামানকে।

বিদায়ী কমিশনার রফিকুল ইসলামের পিএস সিনিয়র সহকারী সচিব লুৎফুল কবীর সরকারকে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের পিএস হিসেবে পদায়ন করা হয়েছে।

কমিশনার মাহবুব তালুকদারের পিএস মো. এনাম উদ্দীনকে বদলি করা হয়েছে সিনিয়র সহকারী হিসেবে ক্রয় ও মুদ্রণ শাখায় এবং শাহাদাত হোসেন চৌধুরীর পিএস সিনিয়র সহকারী সচিব তকদীর আহমেদকে বদলি করা হয়েছে সেবা শাখায়।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.