পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড কুপনযুক্ত বন্ড (Perpetual Bond) ইস্যু করবে। এই বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।
আজ সোমবার (১ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে একটি কুপন বিয়ারিং কন্ডিশনাল কনভার্টিবল বন্ড।
বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটি অতিরিক্ত টিয়ার-১ মূলধন হিসেবে অন্তর্ভূক্ত হবে।
আলোচিত বন্ডের ৫০০ কোটি টাকার মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং ৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে।
আলোচিত বন্ডের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। অ্যারেঞ্জারের দায়িত্ন পালন করবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে আছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.