কিয়েভের উপর রাশিয়ার হামলা শুরু

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর হামলা শুরু করেছে বলে জানিয়েছে দেশেটির সামরিক বাহিনী। খবর- বিবিসির

এর আগে রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হতে দেখা গেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, সামরিক বহর প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি এ ছবি প্রকাশ করেছে।

স্যাটেলাইট ছবি বিশ্লেষন করে দেখা যাচ্ছে, স্থলবাহিনী এবং যুদ্ধ হেলিকপ্টার বেলারুশের দক্ষিনাঞ্চলে অবস্থান করছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে।

এদিকে ইউক্রেনে সামরিক অভিযানের শাস্তি হিসাবে রাশিয়া এবং বেলারুশকে খেলাধুলোর সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি।

খেলাধুলোর বিষয়ক সমস্ত ফেডারেশনের কাছে এ ব্যাপারে আইওসির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

আইওসি কার্যনির্বাহী বোর্ড এক বিবৃতিতে বলেছে, যেসব ক্ষেত্রে ঐ দুই দেশের অ্যাথলেটদের অংশগ্রহণ কোনোভাবেই বন্ধ করা সম্ভব হবে না, সেখানে তারা যেন অন্তত রাশিয়া বা বেলারুশের নামে অংশ না নিতে পারেন তা নিশ্চিত করতে হবে। কোনো জাতীয় প্রতীক, রং, পতাকা বা জাতীয় সঙ্গীত প্রদর্শন করা যাবে না।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.