সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্দেশে রওনা হন তারা। এ সময় জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ ফেব্রুয়ারি শপথ নেন তারা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.