রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে, রুবলের মূল্যহ্র্রাস এবং উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি মোকাবেলায় মূল সুদের হার সাড়ে নয় শতাংশ থেকে ২০ শতাংশ করেছে। কারণ কর্মকর্তারা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক পতন ঠেকাতে দৌড়ঝাঁপ করছে।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো কোম্পানিগুলোকে তাদের বৈদেশিক মুদ্রায় আয়ের ৮০ শতাংশ বিক্রি করার নির্দেশ দিয়েছে।
এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার অর্থনীতির বাহ্যিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। খবর- বিবিসির
এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে একটি হালনাগাদ গোয়েন্দা তথ্য টুইট করেছে। এতে বলা হয়েছে, পুতিনের স্থলবাহিনীর বেশিরভাগ অংশ কিয়েভের উত্তরে ৩০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে। তাদের অগ্রগতি ইউক্রেনীয় বাহিনী হোস্টোমেল এয়ারফিল্ডকে রক্ষা করার কারণে ধীর হয়ে গেছে। লড়াইয়ের প্রথম দিন থেকেই এটি রাশিয়ার মূল লক্ষ্য ছিল। চেরনিহিভ এবং খারকিভের আশেপাশে প্রচণ্ড লড়াই চলছে তবে উভয় শহরই ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সামরিক রসদের কমতি এবং ইউক্রেনের কঠোর প্রতিরোধ রাশিয়ান অগ্রগতিকে ধীর করে দিয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.