ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ঝরছে শিশুদেরও প্রাণ
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দেশটিতে এ পর্যন্ত ২১০ জন নিহত হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। খবর- বিবিসির
ইউক্রেনের মানবাধিকার কমিশনার এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে পলিনা নামে এক মেয়ে শিশু ছিল যে রাজধানী কিয়েভের একটি প্রাথমিক বিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।
কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রাজধানীর উত্তর-পশ্চিম এলাকায় একটি রাস্তার উপর তাকে এবং তার বাবা-মাকে গুলি করে হত্যা করে টহলরত এবং সহিংস রাশিয়াপন্থী একটি দল।
পলিনার ভাই এবং বোনকে হাসপাতালে নেয়া হয়েছে। তার বোন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে এবং ভাইকে আরেকটি শিশু হাসপাতালে নেয়া হয়েছে। আরো কয়েকজন বেসামিরক নাগরিক নিহত হয়েছে।
একটি কিন্টারগার্টেনে হামলায় সাত বছর বয়সী একটি মেয়ে শিশু নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের জাতিগত গ্রিক সম্প্রদায়ের একটি গ্রামে হামলার কারণে ওই সম্প্রদায়ের ১০ জন নিহত হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.