লিটনের হাফ সেঞ্চুরি, বাংলাদেশের সেঞ্চুরি

সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে আফগান পেসারদের শুরু থেকেই দেখেশুনে খেলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে দশ ওভারে ৪৩ রান তোলে এই জুটি। এগারতম ওভারের প্রথম বলে ফিরে যান তামিম।

আফগান পেসার ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক। এই সিরিজে তিনবারই ফারুকির বলে আউট হয়েছেন তামিম। তামিম ফিরলেও সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর মিশনে নেমে পড়েন লিটন।

শুরুতে দেখেশুনে খেললেও পরবর্তীতে আগ্রাসী ভঙ্গিমায় হাফ সেঞ্চুরি তুলে নেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন। দ্রুত রান বাড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসানও।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ১০১/১ (২১ ওভার) (লিটন ৫৫*, সাকিব ২৮*)

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.