লিঙ্কনে প্রস্তুতি ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল বাংলাদেশ নারী দল। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড নারী দল সংগ্রহ করে নয় উইকেটে ৩১০ রান। জবাবে ২০১ রানে থামে বাংলাদেশের ইনিংস।
শুরু থেকেই দাপুটে খেলতে থাকে শক্তিশালী ইংল্যান্ড। দলটির হয়ে সেঞ্চুরি করেন ন্যাট স্কিভার। ১০১ বলে ১০৮ রান করে রুমানা আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়াও দুই ওপেনার লরেন উইনফিল্ড-হিল ৪৩ বলে ৫৫ ও টামি বেমন্ট ৪৯ বলে ৩৮ রান করেন।
শেষদিকে ২০ বলে ২৮ রান করেন এমা ল্যাম্ব। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন ইনফর্ম নাহিদা আক্তার। দুটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রিতু মনি। একটি করে উইকেট নেন রুমানা ও লতা মণ্ডল।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর দিকেই মুরশিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। মাত্র এক রানে বিদায় নেন মুরশিদা। এরপর আরেক ওপেনার শামিমা সুলতানা ৩৪ বলে ৩৩ রান করে বিদায় নেন। তখনও রান তাড়ার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার। তবে আরেক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল দীর্ঘ হয়। একে একে বিদায় নেন ফারজানা হক (০), অধিনায়ক নিগার সুলতানা (১২), রুমানা আহমেদ (১২) ও সোবহানা মোস্তারিরা (১৪)।
একপ্রান্তে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন শারমিন আক্তার। শেষ পর্যন্ত ১৩৭ বলে ৮১ রান করে রানআউটের শিকার হন তিনি। ইনিংসে ছিল চারটি চারের মার। বাংলাদেশ অলআউট হয় ৪৯.৪ ওভারে, ম্যাচ হারে ১০৯ রানে।
মূলপর্বে মাঠে নামার আগে আগামী ২ মার্চ পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.