রুশ পারমাণবিক সতর্কাবস্থা বৃদ্ধি ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’: নেটো

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য আদেশ দেওয়ার পর নেটো জোটের প্রধান একে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ বলে মন্তব্য করেছেন। খরব- বিবিসির

ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলছে।

যুক্তরাষ্ট্র একে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে।

জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে, পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিন তার দেশের পারমাণবিক অস্ত্রের বহরকে ‘বিশেষ সতর্কতায়’ রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দেন।। এটি রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বহরের জন্য ‘সর্বোচ্চ স্তরের সতর্কতা’।

এদিকে ইউক্রেন-বেলারুস সীমান্তে ইউক্রেন ও রুশ প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক কিছু সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে।

বেলারুসের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কোর কথা দিয়েছেন যে, ইউক্রেনের প্রতিনিধিদলের সেখানে যাওয়া, কথা বলা ও ফিরে না আসা পর্যন্ত রুশ যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্রের কোনো ব্যবহার হবে না।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.