দর্শক শূন্য মাঠে হবে কোহলির শততম টেস্ট

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টেস্ট দিয়ে সাদা পোশকে ম্যাচ খেলার সেঞ্চুরি করতে যাচ্ছেন বিরাট কোহলি। তবে কোহলির এমন রেকর্ড গড়ার ম্যাচে মাঠে বসে খেলা দেখতে পারবেন না কোনো দর্শক। মূলত কোভিড-১৯ এর প্রকোপের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী ৪ মার্চ মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। আর এই মোহালি টেস্ট দিয়ে শততম টেস্টের মাইল ফলক ছুঁতে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার।

পিসিএর সিনিয়র কোষাধ্যক্ষ আরপি সিংলা বলেন, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী, টেস্ট ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাক্তিদের ছাড়া কোনো সাধারণ দর্শককে মাঠে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না।’

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের একজন ভাবা হয় কোহলিকে। দেশের হয়ে ইতোমধ্যেই খেলে ফেলেছেন ৯৯ টেস্ট। মোহালিতে ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার রেকর্ড গড়বেন কিং খ্যাত কোহলি। তার এমন কীর্তিকে স্বাগত জানাতে প্রস্তুত পিসিএ।

এ প্রসঙ্গে সিংলা বলেন, ‘আমরা বড় বিলবোর্ড স্থাপন করছি। পিসিএর শীর্ষ কাউন্সিল কোহলিকে অভিনন্দন জানাবে। এটি ম্যাচের শুরুতেও হতে পারে, আবার ম্যাচের শেষেও হতে পারে। বিসিসিয়াআইয়ের নির্দেশনার ওপর নির্ভর করছে।’

এর আগে ভারতের হয়ে এগারো জন ক্রিকেটার অভিজাত সংস্করণে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছেন। এই তালিকায় সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি ভারতের হয়ে ২০০ টেস্ট খেলেছেন। যা লাল বলের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.