ইউক্রেন সরকার রাশিয়ান এলাকায় ‘ডার্টি বোমা’র বিস্ফোরণ ঘটাতে চলেছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। খবর- বিবিসির
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সাম্প্রতিক কয়েকদিন ধরে এই সম্ভাবনা নিয়ে কথাবার্তা চলছে। শুক্রবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া প্রতিনিধিদের বলেন, আমরা চাই না ইউক্রেন ‘ডার্টি বোমা’ তৈরি করুক।
এক টু্ইট বার্তায় কুলেবা এই সম্ভাবনার কথাকে বিদ্রূপ করে বলেন, রাশিয়ার প্রচারণা মাত্রা ছাড়িয়ে গেছে।
ডার্টি বোমা হল এমন ধরনের বোমা যেখানে সাধারণ বিস্ফোরকের সাথে তেজস্ক্রিয় পদার্থ মেশানো থাকে এবং এর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মারা যেতে পারে।
ইতিহাসে ইউক্রেন একমাত্র রাষ্ট্র যারা স্বেচ্ছায় পারমাণবিক অস্ত্র-মুক্ত দেশ হয়েছে। ১৯৯৪ সালে ইউক্রেন রাশিয়া এবং পশ্চিমের দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তার বিনিমেয় প্রায় পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র এবং বোমার সম্ভার নষ্ট করে ফেলে।
Russian propaganda has gone off the rails and speculates Ukraine might be preparing to drop a ‘dirty bomb’ on the Russian territory. This is a sick fake. Ukraine doesn’t have nuclear weapons, doesn’t conduct any work to create/acquire them. We are a responsible member of the NPT.
— Dmytro Kuleba (@DmytroKuleba) February 26, 2022
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.