বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। এসময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩ হাজার ৯১১ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ৩৮০ জনে। মহামারি শুরুর পর বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৬৩ হাজার ১০২ জনে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জাপান ও ইন্দোনেশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ কোটি ৪৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ ৬৩ হাজার।
জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৬০ জন এবং মারা গেছেন ১৫৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৩ হাজার ২৮৩ জন মারা গেছেন।
অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯৩ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৯৫ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ২৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫০ হাজার ১৫৮ জনের।
যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩ জন এবং মারা গেছেন ৬৩৫ জন। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫ লাখ ৬০ হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৭২ হাজার ৯৩০ জন মারা গেছেন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৬৬৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৩ হাজার ৭৫৬ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.