মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার এই তাণ্ডব। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসায় চিন্তিত বিশ্ব। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ও মৃত্যু কমেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ৭৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১৫ শতাংশে। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
আগের সাত দিনে দেশে যথাক্রমে ১৪০৬, ১৫১৬, ১২৯৮, ১৫৯৫, ১৯৫১, ১৯৮৭, ২১৫০, ২৫৮৪ ও ৩৫৩৯ জন রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একনজরে দেশের করোনার চিত্র
নতুন করে শনাক্ত হয়েছেন: ৮১৬ জন
মোট আক্রান্তের সংখ্যা: ১৯৪১৮১৬ জন
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ৮ জনের
মোট মৃত্যু হয়েছে: ২৯০২৪ জনের
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৭৩৪৩ জন
মোট সুস্থ হয়েছেন: ১৮০০৪২৫ জন
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ১০ আগস্ট ও ৫ আগস্ট দেশে করোনায় মারা যান ২৬৪ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।
আগের সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১৪, ১০, ৫, ১৬, ৯, ২১, ১৩, ২৪ ও ২০ জন।
সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ হাজার ৩৪৩ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭২ শতাংশ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.