সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে ১৫১.৯২ পয়েন্ট। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩৩.১৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৯৮৭ কোটি ৮৯ লাখ ২৫ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল  ৫ হাজার ৯৬৭ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৯৭৯ কোটি ২৩ লাখ ৭২ হাজার টাকার বা ৩৩.১৭ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৫১ দশমিক ৯২ পয়েন্ট বা ২ দশমিক ১৭ শতাংশ কমে ৬ হাজার ৮৩৯.৪৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৮ দশমিক ৮৭ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ কমে ২ হাজার ৫১৪ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩২.৪২ পয়েন্ট বা ২ দশমিক ১৫ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২৯৭টির। আর ১৭টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫৭৩ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার  টাকা বা ১ দশমিক ৮৯ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল  ৫৬ লাখ ৯ হাজার ২৯৮ কোটি ৭৯ লাখ ৭  হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৫ লাখ ৩ হাজার ৫৫ কোটি ৯৮ লাখ ৭ হাজার  টাকায়।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.