গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণধর্ষণের ঘটনায় ৬ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান হোসেন।
ইমরান হোসেন জানান, ২৩ ফেব্রুয়ারি (বুধবার) বশেমুরবিপ্রবি এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গণধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত দু’দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.