করোনার প্রকোপের কারণে মুম্বাইয়ের তিনটি এবং পুনের একটি ভেন্যুতে মাঠে গড়াবে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এখন পর্যন্ত সূচি প্রকাশিত না হলেও প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের তিন ভেন্যুতে হতে পারে আইপিএলের ৫৫ ম্যাচ।
এদিকে পুনের ১৫টি ম্যাচ নির্ধারণ করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। প্লে অফের খেলাগুলোতে কোথায় অনুষ্ঠিত হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। আগামী ২৪ ফেব্রুয়ারি প্রকাশি হতে পারে আইপিএলের এবারের আসরের সূচি।
আইপিএলের ১৫তম আসরের সবগুলো ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ের সঙ্গে রয়েছে দ্য ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং পুনেতে। যার তত্ত্বাবধানে থাকবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। কদিন আগে গুঞ্জন উঠেছিল আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল।
যদিও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের চাওয়াতে একদিন আগাতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের চাওয়া অনুযায়ী, ২৬ মার্চ থেকে শুরু হতে পারে টুর্নামেন্টটি। কারণ ২৭ মার্চ থেকে শুরু হলে ২৮ তারিখে ডাবল হেডার আয়োজন করা সম্ভব নয়। কারণ ভারতের ছুটির দিনগুলোতে কেবলমাত্র ডাবল হেডার আয়োজন করা হয়।
এদিকে ২৬ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হলে রোববার ডাবল হেডার আয়োজন করার সুযোগ থাকছে। টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহে ডাবল হেডার রাখতেই এমন প্রস্তাব দিয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান। তাদের সঙ্গে এখনও বনিবনা না হওয়ায় সূচি প্রকাশ করছে না বিসিসিআই।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.