মাতৃভাষা দিবসে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বহুমুখী আয়োজন

প্রতিবছরের মত এ বছরও ইয়ামাহা রাইডার্স ক্লাব আয়োজন করেছিল বহুমুখী কার্যক্রম। কার্যক্রমের অংশ হিসেবে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা ঢাকা সহ সারা দেশের সকল শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।

এছাড়া ঢাকার ইয়ামাহার শোরুম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুরে আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করেন ইয়ামাহা মোটরসাকেলস বাংলাদেশের উর্দ্ধতন কর্মকর্তা এবং ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.