রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা

রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি বলেছেন, ইউক্রেনের দু’টি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার রুশ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউভুক্ত দেশগুলো সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্ত নিয়েছে। খবর- পার্সটুডের

ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের পর মঙ্গলবার রাতে বোরেল একথা ঘোষণা করেন। বোরেল বলেন, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার ঘটনায় জড়িত রাশিয়ার ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে বহির্বিশ্বের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করতে রাশিয়া বাধাপ্রাপ্ত হবে বলে তিনি উল্লেখ করেন।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা বলেন, রাশিয়ার সেনারা বর্তমানে ইউক্রেনের ভূমিতে অবস্থান করছে এবং এর অর্থ মিনস্ক শান্তিচুক্তির আর কোনো অস্তিত্ব নেই। এ ঘটনায় ইউরোপ একটি বিপজ্জনক সন্ধিক্ষণে পৌঁছেছে।

এর আগে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের সভাপতিরা জানিয়েছিলেন, রাশিয়ার বিরুদ্ধে মঙ্গলবার প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপ। সোমবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এ ছাড়া ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.