আমিরাতগামী যাত্রীদের আরটিপসিআর পরীক্ষা লাগবে না

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত গমনেচ্ছুদের ফ্লাইটের আগে করোনার র‍্যাপিড আরটিপিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে যাত্রীদের একটি বড় অংশের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

দেশটির করোনাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের পর বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের যাত্রীদের জন্য নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। এখন থেকে এই চার দেশের নাগরিকদের নির্ধারিত ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।

এর আগে, আমিরাত সরকার গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাত গমনেচ্ছু সব যাত্রীর জন্য যাত্রার ৪৮ ঘণ্টা আগে একবার এবং ফ্লাইটের ছয় ঘণ্টা আগে আরেকবার করোনার আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছিল।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.