লভ্যাংশ-ইপিএস দুটোই বেড়েছে নিটল ইন্স্যুরেন্সের

বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ইপিএস দুটোই বেড়েছে। কোম্পানিটির লভ্যাংশ বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ২৫ শতাংশ। অন্যদিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৯ পয়সা বা ৩.১৬ শতাংশ।

৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অন্যদিকে সদ্য সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময় ২ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.