৬ বছর পর শীর্ষে ভারত

ঘরের মাঠে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। দুর্দান্ত সিরিজ কাটানোর পর আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে রোহিত শর্মার দল। তাতে ৬ বছর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো ভারত।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। শুরুতে খুব বেশি রান তুলতে না পারলেও শেষ দিকে ঝড় তুলেন সূর্যকুমার এবং আইয়ার। শেষ ৫ ওভারে তারা দুজনে মিলে তুলেন ৮৬ রান। ৩১ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে সূর্যকুমার আউট হলেও ১৯ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন আইয়ার।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে কাইল মায়ার্স, শাই হোপ, কাইরন পোলার্ডরা ব্যাট হাতে ব্যর্থ হলেও সিরিজে হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি করেছেন নিকোলাস পুরান। বাঁহাতি এই ব্যাটার ৬১ রানে আউট হলেও শেষ দিকে রোমারিও শেফার্ড ঝড় তুলে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে জয়ের খরা কাটানো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। বরং ১৭ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

ক্যারিবীয়দের হোয়াইটশওয়াশের দিনে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেন রোহিতের দল। যদিও দুইয়ে থাকা ইংল্যান্ডেরও রেটিং পয়েন্ট ২৬৯। তবে পয়েন্টে এগিয়ে থাকায় ৬ বছর পর শীর্ষে উঠেছে ভারত।

সর্বশেষ ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির অধীনে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল তারা। এরপর লম্বা সময় বিরাট কোহলি নেতৃত্বে থাকলেও দলকে শীর্ষে তুলতে পারেননি। তবে নিজের প্রথম সিরিজ জয়েই দলকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন রোহিত।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের তিন পাকিস্তান, চারে নিউজিল্যান্ড এবং পাঁচে দক্ষিণ আফ্রিকা। সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা অস্ট্রেলিয়ার অবস্থান ছয়ে। এদিকে ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে বাংলাদেশ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.