করাচি কিংসের কোচ হচ্ছেন গেইল?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দেয়ার অভিযোগ তুলে পিএসএল থেকে আজীবন নিষিদ্ধ হয়েছেন অজি অলরাউন্ডার জেমস ফকনার।

শনিবার রাতে ক্রিস গেইলের আরেক টুইট রহস্যের জন্ম দিয়েছে। এই ক্যারিবীয় তারকা জানিয়েছেন, তিনি আগামী মৌসুমে করাচি কিংসের প্রধান কোচ হচ্ছেন। এ নিয়ে কোনো তর্ক হবে না।

গেইল টুইটে বলেন, ‘পরবর্তী মৌসুমে করাচি কিংসের নতুন হেড কোচ হব আমি। এটা নিয়ে কোনো তর্ক হবে না।’

গেইল সবসময়ই হাস্যরসাত্মক মন্তব্য করে আলোচনায় থাকেন। এটাও মজার ছলে বলা কিনা সেটা বোঝার কোনো উপায় নেই। যদিও গেইলের টুইটের শেষে দুটি হাসির ইমোজি এই রহস্যকে আরও ঘনীভূত করেছে।

পিএসএলে টানা ৮ ম্যাচ হেরে এবারের আসর থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংসের। এই ব্যর্থতার জন্য অনেকেই বাবরকে দায়ী করেছেন। দলটির পাশে দাঁড়াতেই কি তবে এবার কোচের দায়িত্ব নেয়ার কথা ভাবছেন টি-টোয়েন্টির এই কিংবদন্তি? সেটা খোলাসা হবে আগামী আসরেই।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.