শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বাংলা থেকে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কানিজ ফাতেমা এনডিসি। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার ও উপব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক গৌতম সাহা। আলোচনা সভায় ব্যাংকের উপমহাব্যবস্থাপক, নির্বাহীবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.