পুতিনের মনের খবর বোঝা আসলে কঠিন: বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, পুতিনের মনের খবর বোঝা আসলে কঠিন।

হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে জো বাইডেন এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে তিনি মোটামুটি বিশ্বাস করেন যে, পুতিন তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, একথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এ সময় তিনি মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দেন। কিভাবে প্রেসিডেন্ট জো বাইডেন এই বিশ্বাস করছেন-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে উল্লেখযোগ্য গোয়েন্দা সক্ষমতাও রয়েছে।

যদিও আমেরিকা এবং ন্যাটো সামরিক জোট দাবি করছে- রাশিয়ায় ইউক্রেনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছেন। এজন্য ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া দেড় লাখ সেনা মোতায়েন করেছে। গতকাল আমেরিকা এ সংখ্যা বাড়িয়ে এক লাখ ৯০ হাজার বলেছে। তবে পশ্চিমাদের এই অভিযোগ বারবার নাকচ করেছে রাশিয়া।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.