প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৬৮ জনের। এ পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত হয়েছে ৪২ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৩৫০ জন। আর, নতুন করে সুস্থ হয়েছেন ২৩ লাখ ৮৭ হাজার ৭৬১ জন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) করোনা ভাইসের সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারস বলছে, করোনায় বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৫৮ লাখ ৯১ হাজার ৯৫৮ জন। আর সুস্থ হয়েছে ৩৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৯২৮ জন। এখন পর্যন্ত মৃত্যু ও সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২৪ লাখ ৫৩১। এ ছাড়া মৃত্যু হয়েছে মোট নয় লাখ ৫৮ হাজার ৩০০ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ২৮ লাখ এক হাজার ৩২৬ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে পাঁচ লাখ ১১ হাজার ২৬২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.