সপ্তাহের ব্যবধানে ফের নিম্নমুখী দেশের পুঁজিবাজার। সর্বশেষ সপ্তাহে বাজারে মূল্যসূচক ও লেনদেন-দুটোই কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আবার ৭ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।
পুঁজিবাজারে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ও রিপোর্টিং সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলারের প্রভাবে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার বাজার অনেকটা অস্থির হয়ে উঠায় সাপ্তাহিক বাজারচিত্রের সামগ্রিক ধারা নিম্নমূখী হয়ে পড়ে।
গত সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে মাত্র ৮৭টির দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৩ শতাংশ। এ সময়ে ডিএসইতে ২৮০টি তথা ৭৩ শতাংশ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে।আলোচিত সপ্তাহে ১৯টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।
গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৯৪ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ৬২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ৮৮ দশমিক ৫৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৬ হাজার ৯৯১ দশমিক ৩৬ পয়েন্টে নেমে এসেছে।
গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৩ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। সূচকটি আগের সপ্তাহে ৫ দশমিক ১৫ পয়েন্ট কমেছিল।
গত সপ্তাহে বাজারে লেনদেনও কমেছে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ১৯৩ কোটি ৪২ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল এক হাজার ৩২৩ কোটি ৫৫ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১৩০ কোটি ১৩ লাখ টাকা বা ৯ দশমিক ৮ শতাংশ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.