এসাআইবিএল এর ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধ

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করাহয়েছে। প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উলআলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফরআলম।

নতুন এজেন্ট আউটলেটগুলো হচ্ছে লহ্মীপুরের মৌলভীর হাট, নারায়ণগঞ্জের রাধানগর বাজার,খাগড়াছড়ির সোনাইপুল বাজার, কুমিল্লার মাধবপুর ও লালমাই বাজার, ব্রাহ্মণবাড়িয়ারচারগাছ বাজার ও চারগাঁও বাজার এবং ঢাকার ফুলবাড়িয়া বাজারে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যরাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো.ইয়াহিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো.তাজুল ইসলামএবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো.সিরাজুল হক ও মো. সামছুলহক, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং এন্ড ব্র্যান্ডকমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনেপ্রধান মো. মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয়  ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.