যুদ্ধে জড়াতে চাই না, বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অবশ্যই তিনি ইউরোপে কোনো যুদ্ধে জড়াতে চান না। এজন্যই তিনি আলোচনার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রায় চার ঘন্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়াসহ সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে একটি চুক্তি দরকার। ইউক্রেইন সংকট তৈরির জন্য আমেরিকা ও ন্যাটোকে সরাসরি দোষারোপ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার ওপর জোরপূর্বক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এছাড়া, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে পশ্চিমা জোটের প্রতিক্রিয়া যথার্থ নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেনকে ন্যাটো জোটভুক্ত করার বিষয়ে আবারো বিরোধিতা করেন প্রেসিডেন্ট পুতিন এবং বিষয়টি আলোচনার মাধ্যমে এখনই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাশিয়ার আগ্রাসন ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর শোলজ বলেন, তার প্রজন্ম ইউরোপে যুদ্ধের বিষয়টি চিন্তাই করতে পারে না। আর এই ধারা বজায় রাখার নিশ্চয়তা দেন তিনি। আমাদের অবশ্যই এই পথে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকার প্রধান হিসেবে আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য হবে ইউরোপের সামরিক উত্তেজনা দূর করা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.