বাংলাদেশে এসে আফগান শিবিরে করোনার ছড়াছড়ি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। আপাতত সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে তারা। অনুশীলন ক্যাম্প চলাকালীন করোনা আক্রান্ত হয়েছেন আফগানিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী। তবে কয়জন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন সেটা নিশ্চিত করেননি তিনি। যদিও একটি সূত্র নিশ্চিত করেছে যে আফগানিস্তানের ৮ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তিনজন সাপোর্ট স্টাফ এবং একজন ক্রিকেটারের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ প্রসঙ্গে মুঠোফোনে মনজুর বলেন, ‘আসলে ১৯ তারিখ থেকে আনুষ্ঠানিক সফর শুরু হবে। এর আগে ক্রিকেট বোর্ড আর তারা যে ধরনের সহযোগিতা চাচ্ছে আমরা মেডিকেল থেকে দিচ্ছি। কিন্তু আনুষ্ঠানিক ব্রিফিংটা আফগানিস্তান ক্রিকেট বোর্ড দেবে। সব আফগানিস্তান ক্রিকেট বোর্ড করছে সবকিছুতেই বোর্ড সহযোগিতা করছে কিন্তু ওদের ব্যবস্থাপনায় হচ্ছে। আমরা কোভিড টেস্ট করিয়ে দিচ্ছি আরকি। কয়েকজন পজিটিভ আসছে সেটা জানি কিন্তু সংখ্যাটা আমরা বলতে পারছি না। কারণ এটা আফগানিস্তান বোর্ড জানানোর কথা।’

আসন্ন সিরিজে তিনটি ওয়ানডে দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৩টি ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি। ২টি টি-টোয়েন্টির ভেন্যু ঢাকা, ম্যাচটিগুলো হবে ৩ ও ৫ মার্চ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.