নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে পর্দা উঠছে নারী বিশ্বকাপের। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ ৩২ হাজার ডলার। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই টুর্নামেন্টের প্রাইজমানি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০১৭ সালে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের দ্বিগুণ প্রাইজমানি পাচ্ছেন চ্যাম্পিয়ন মেয়েরা। সেই সঙ্গে প্রতিযোগিতার নগদ পুরষ্কারের পরিমাণ ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

বিশ্বকাপে অংশ নেয়া ৮ দলের মধ্যে ভাগাভাগি করে দেয়া হয়েছে সাড়ে ১০ লাখ ডলার। রানার্সআপ দলের জন্য প্রাইজমানি রাখা হয়েছে ৬ লাখ ডলার। যা গত আসরের রানার্সআপদের তুলনায় ৩ গুণ। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া প্রতিটি দলের ঝুলিতে যাবে ৭০ হাজার ডলার করে। আর সেমিফাইনাল থেকে বাদ পড়া ক্রিকেটার পাবেন ৩ লাখ ডলার করে। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ের জন্য দলগুলোকে দেয়া হবে ২৫ হাজার ডলার করে।

নারী বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে পরের মুখোমুখি হবে একবার করে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চার দল খেলবে সেমিফাইনালে। নিউজিল্যান্ডের ৬ ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারীদের এই বিশ্ব আসর। ৩ এপ্রিল ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে নারীদের বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.