নারিকেল তেলের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে রহিমা ফুড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুডের পরিচালনা পর্ষদ নারিকেল তেলের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। নারিকেল তেলের পরীক্ষামূলক উৎপাদনের পর আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদনে যাবে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নারিকেল তেল উৎপাদনের সাথে কোম্পানিটি সয়াবিন এবং সরিষার তেল বোতলজাত ও বাজারজাত করবে।

কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটি কাজুবাদাম উৎপাদন এবং প্যাকিং করবে। কোম্পানিটি দেশে এবং বিদেশে কাজুবাদাম বাজারজাত করবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.