পুরোনো রূপে ফিরছে ডিপিএল, খেলবেন বিদেশিরাও

গতবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তবে এবার স্বরূপে ফিরছে জাঁকজমকপূর্ণ এ ঘরোয়া আসর। ৫০ ওভারের সংস্করণের এই আসরে খেলবেন বিদেশি ক্রিকেটারেরাও।

আগামী মাসের শুরুর দিকে হবে দলবদল, আর ১৫ মার্চ থেকে খেলা মাঠে গড়াবে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি জানিয়েছেন, ‘আমরা মার্চের ১৫ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু করতে চাই। এর আগের দিন হবে ট্রফি উন্মোচন। দল বদলটা হবে ২ ও ৩ মার্চ। আমরা ঈদের আগেই টুর্নামেন্টটা শেষ করতে চাচ্ছি।’

সিসিডিএম প্রধান আরও বলেন, ‘৪৪ দিনের মধ‍্যে টুর্নামেন্ট শেষ করতে চাচ্ছি। ওইভাবেই রিজার্ভ ডে ও রেস্ট ডে হিসাব করেছি। ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি, তাদের সম্মতি নিয়ে এটা চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিক পর্বে রিজার্ভ ডে থাকছে না, সুপার সিক্স পর্বে এটা থাকবে।’

এবার দলগুলো ইচ্ছেমতো বিদেশী ক্রিকেটার দলে নিতে পারবে। তবে একাদশে খেলাতে পারবে মাত্র একজন ক্রিকেটারকে। মহামারীর সময় হলেও কঠোর জৈব-সুরক্ষা বলয় থাকবে না। তবে এক ধরনের বিধিনিষেধ থাকবে।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘খেলোয়াড় নিবন্ধন সামনে আমরা অনলাইনে করার চিন্তা করছি। এই বছর দুইটা পদ্ধতিই থাকবে, আগের মতো ম‍্যানুয়ালি করা যাবে, আবার অনলাইনেও করা হবে। আমরা টিকা নেওয়া বাধ‍্যতামূলক করেছি। টেন্টে ঢোকার আগে পরীক্ষা অবশ‍্যই করাতে হবে। কেবল নেগেটিভ হলেই টেন্টে ঢুকতে পারবে।’

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.