বইমেলার পর্দা উঠছে আজ

অমর একুশে বইমেলা-২০২২ শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই মেলা উন্মুক্ত হবে সবার জন্য।

জানা যায়, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। ছুটির দিনগু‌লো‌তে মেলা শুরু হবে সকাল ১১টায়। ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন স্টল মালিকরা। বোর্ড লাগানো, সেলফ বানানো, রঙ করা, স্টিকার লাগানোসহ আনুষঙ্গিক কাজ পু‌রোদ‌মে চলছে। গড়ে ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। মেলার পুরো আঙ্গিনা জুড়ে এখনও ইট, কাঠ, বোর্ড ছড়িয়ে আছে।

বাংলা একা‌ডে‌মির পরিচালক ও মেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, এবারের বইমেলায় বাংলা একা‌ডে‌মি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলি‌য়ে ৫৩৪টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.