ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ১৭ বছর বয়সী কিশোরের নাম আবু সালাহ।সোমবার(১৪ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের পশ্চিম তীরে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আবু সালাহকে সিলাত আল-হারিথিয়া গ্রামে গুলি করে ইসরায়েলি সেনারা।
ওই গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পেয়ে আশপাশের গ্রাম ও শহর থেকে ছুটে আসে শতাধিক ফিলিস্তিনি। গত বছর এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগে মোহাম্মদ জারাদাত নামের এক ব্যক্তির বাড়ি ধ্বংস করতেই ইসরায়েলি সেনারা ওই গ্রামে আসে।

এক পর্যায়ে ফিলিস্তিনিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে ইসরায়েলি বাহিনীর। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, সেনা এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। উভয়পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ওই কিশোর।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.