অটোরিকশা চুরির সময় পুলিশ সদস্য আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রী সেজে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল রোববার রাতে উপজেলার চর ফকিরা ইউনিয়নের বটতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক জিয়া উদ্দিন পারভেজ (২৩) নোয়াখালী পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান জানান, চুরির ঘটনায় জিয়া উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ দিনের নৈমিত্তিক ছুটিতে থাকা অবস্থায় গতকাল রাতে জিয়া উদ্দিন পারভেজ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। একপর্যায়ে ওই অটোরিকশাযোগে পার্শ্ববর্তী চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় গিয়ে অটোচালকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে রিকশা ছিনিয়ে নেয়। এরপর রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় ভুক্তভোগী অটোচালকের চিৎকারে স্থানীয়রা জিয়া উদ্দিনকে আটক করে। ঘটনাস্থলের পাশে থাকা সেনাক্যাম্পের একাধিক সদস্য সে সময় ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য শুনে পুলিশে খবর দেন। এ সময় জিয়া উদ্দিনের সঙ্গে থাকা ব্যাগে পুলিশের ইউনিফর্ম ছিল।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন ঘটনাস্থলে উপস্থিত হন। সেসময় স্থানীয়রা জিয়া উদ্দিনকে পুলিশের হাতে তুলে দেন। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.