শেষ দিনেও ইসিদের বিরোধ প্রকাশ্যে

নানান আলোচনা-সমালোচনার মধ্যে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ইসিদের মধ্যে বিরোধ দেখা গেছে মেয়াদের শেষ দিনেও। এদিন পৃথক বিদায়ী সংবাদ সম্মেলনের আয়োজন হচ্ছে ইসিতে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসির পক্ষ থেকে সিইসির পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কথা আগেই জানানো হয়েছে। তবে সকালে সিইসি কে এম নূরুল হুদার সংবাদ সম্মেলন শুরুর আগেই গণমাধ্যমকর্মীদের জানানো হয়, এই সংবাদ সম্মেলনের পর কমিশনার মাহবুব তালুকদার তার কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করবেন।

সিইসির সংবাদ সম্মেলনে কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত থাকলেও মাহবুব তালুকদার উপস্থিত নেই। আর শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীও।

সিইসি জানান, কমিশনার মাহবুব তালুকদার আমাদের সচিবকে জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন না।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.