‘শর্ত সাপেক্ষে’ দর্শক ফিরছে বিপিএলে

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ পর্বে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে স্টেডিয়ামে প্রবেশ করতে দর্শকদের অবশ্যই দুটি ভ্যাকসিন দেয়া থাকতে হবে।

ওমিক্রণের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দর্শকবিহীন মাঠে চলছে বিপিএল। তবে বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় প্লে অফ পর্বে ফিরছে দর্শক। শর্ত সাপেক্ষে প্রতি ম্যাচে ৩-৪ হাজার দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন। সাধারণত বিসিবি টিকিট বিক্রি করে থাকলেও এবার ভিন্ন পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে দর্শকদের। করোনা মহামারীর মধ্যে ভিড় এড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে টিকিট বিক্রির দায়িত্ব ভাগ করে দিয়েছে বিসিবি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘কিছু সংখ্যক দর্শক মাঠে প্রবেশের অনুমতি পেয়েছি। ৩ থেকে ৪ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবে। তবে টিকিট সরাসরি বিক্রি করছি না, যেন মাঠে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাধ্যমে দর্শকদের কাছে টিকিট পৌঁছে দেবো।’

গ্যালারিতে বসে বিপিএল উপভোগ করার জন্য দর্শকদের অবশ্যই দুটি টিকা নেয়া থাকতে হবে এবং মাস্ক পরিধান করে স্টেডিয়ামে প্রবেশ বাধ্যতামূলক। তাছাড়া সরকারি স্বাস্থ্যবিধি মেনে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে হবে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মাঠে আসতে হবে। মাস্ক অবশ্যই পড়তে হবে। দুটো ভ্যাক্সিন যাদের দেয়া আছে, তাদের ভ্যাক্সিন সার্টিফিকেট নিয়ে মাঠে আসতে হবে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.