হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন আইপিএল নিলামের উপস্থাপক

বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আইপিএলের এবারের আসরের নিলামে নাম লিখিয়েছেন ৬০০ জন ক্রিকেটার। এর মধ্যে প্রথমদিনের নিলামে উঠবেন ১০৬ জন ক্রিকেটার।

চলমান এই নিলামে মার্কি ক্যাটাগরি থেকে শিখর ধাওয়ানকে ৮ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। রবিচন্দ্র অশ্বিনকে ৭ কোটি ২৫ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলাম থেকে প্যাট কামিন্সকে আবারও দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।

কাগিসো রাবাদাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস, তাকে দলে নিতে প্রীতি জিনতার দল খরচ করেছে ৯ কোটি ২৫ লাখ রুপি। ৮ কোটি রুপিতে ট্রেন্ট বোল্টকে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। শ্রেয়াস আইয়ারকে নিয়ে এই সেটে এক প্রকার কাড়াকাড়িই চলেছে এই সেটে।

শেষ পর্যন্ত ১২ কোটি ২৫ লাখ রুপিতে এই ব্যাটসমানকে দিলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স। মোহাম্মদ শামিকে নিয়েছে রয়্যাল গুজরাট লায়ন্স। তাকে পেতে দলটি খরচ করেছে ৬ কোটি ২৫ লাখ রুপি। ফাফ ডু প্লেসিকে ৭ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে গিয়েছেন ফাফ ডু প্লেসি।

কুইন্টন ডি ককের নতুন ঠিকানা লক্ষ্ণৌ সুপার জায়েন্টস। তাকে পেতে দলটি খরচ করেছে ৬ কোটি ৭৫ লাখ রুপি। এই সেটে শেষ ক্রিকেটার হিসেবে ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মার্কি সেটে কামিন্স এবং আইয়ারকে দলে নিয়ে বাজিমাৎ করেছে কলকাতা।

দ্বিতীয় সেটে (ব্যাটসম্যানদের) থেকে ৪ কোটি ৬০ রুপিতে মানিশ পান্ডেকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। সাড়ে ৮ কোটিতে শিমরন হেটমায়ারকে দলে নিয়েছে রাজস্থান। ২ কোটি রুপিতে রবিন উথাপ্পাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ২ কোটি রুপিতে জেসন রয়কে নিয়েছে গুজরাট টাইটান্স।

এই সেট থেকে বেস প্রাইস এক কোটি রুপিতে দল পাননি ডেভিড মিলার। ডেবদূত পাডিকাল খেলবেন রাজস্থান রয়ালসে। তাকে পেতে দলটি খরচ করেছে ৭ কোটি ৭৫ লাখ রুপি। এই সেট থেকে দল পাননি সুরেশ রায়না ও স্টিভ স্মিথ।

তৃতীয় সেটে (অলরাউন্ডারদের) ডোয়েইন ব্রাভোকে ৪ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই। নিতিশ রানা আবারও খেলবেন কলকাতায়, তাকে পেতে দলটি খরচ করেছে ৮ কোটি। জেসন হোল্ডারকে পেতে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে চলেছে কাড়াকাড়ি। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে গিয়েছেন লক্ষ্ণৌতে।

এই সেটে সাকিব আল হাসান ছিলেন অবিক্রিত। হার্শাল প্যাটেলকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে ব্যাঙ্গালুরু। বেস প্রাইস ৭৫ লাখ হলেও দিপক হুডাকে দলে পেতে ৫ কোটি ৭৫ রুপি খরচ করেছে লক্ষ্ণৌ। এই সেট থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে কাড়াকাড়ি চলাকালীন মাটিতে লুটিয়ে পড়েন অকশনার হিউজ এডমেডেস।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.