চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক মুনিম শাহরিয়ার। টুর্নামেন্টের শুরুতে বেশ কয়েকজনকে ওপেনিংয়ের জন্য বিবেচনা করলেও তারা কেউই সফল হতে পারছিলেন না। অবশেষে মুনিমের ব্যাটে স্বস্তি ফিরে পেয়েছে ফরচুন বরিশাল।
মিনিস্টার ঢাকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এদিন মুনিমের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৭ রানের দারুণ এক ইনিংস। এই ইনিংস খেলার পথে ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর মধ্যে একটি ছিল কাইস আহমেদকে এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে।
এবার বিপিএলে নিজের প্রথম ম্যাচে আউট হয়েছিলেন ১ রান করেই। পরের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ২৫ বলে ৪৫, সিলেটের বিপক্ষে তৃতীয় বলে ২৮ বলে ৫১ রান করে দলের আস্থার প্রতিদান দিয়েছেন। ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে মুনিমের প্রশংসা করে সাকিব বলেছেন, ‘বাংলাদেশের হয়ে খেলার মতো সব গুণই আছে তার। বলের দারুণ স্ট্রাইকার সে, টাইমিং বেশ ভালো। ভবিষ্যতের জন্য তার যত্ন নিতে হবে আমাদের। নিঃসন্দেহে এবারের বিপিএলের সেরা আবিষ্কার সে।’
টপ অর্ডারে মুনিম ধারাবাহিক। আর মিডল অর্ডারে সাকিবের ব্যাটে যেন আগুন ঝরছে। এই দুই ব্যাটারের ওপর ভর করেই সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে বরিশাল। এই অলরাউন্ডার বলেন, ‘সব বোলারই নিজেদের কাজটা একেবারে ঠিকঠাক করেছে, আমরা উইকেট নিতে চাচ্ছিলাম। আমাদের বোলিং বিভাগটা বেশ আগ্রাসী। তারা ১৪৫ করতে পারত, তবে এর আগেই আটকে রাখার জন্য বোলারদের কৃতিত্ব দিতে হয়।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.