অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট অনলাইন।

এর ফলে আসন্ন আফগানিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রিন্সকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৯ আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রিন্স গত জুলাইয়ে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে প্রিন্সের কোনো লম্বা সময়ের চুক্তি ছিল না। জিম্বাবুয়ে সিরিজে নিয়োগ পাওয়ার পর ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।

ইন্ডিপেন্ডেন্ট অনলাইন জানিয়েছে, পরিবারকে সময় দিতেই বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন প্রিন্স। এদিকে কদিন আগেই প্রিন্সের অধীনে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে সর্ব মহলে।

বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে দ্বিতীয় সদস্য হিসেবে পদত্যাগ করেছেন প্রিন্স। এর আগে বোলিং কোচ ওটিস গিবসন বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন। তিনি এখন কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। প্রিন্স ও গিবসন দুজনই দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। তারা দুজনই তারা বাংলাদেশে কাজ করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে। বিভিন্ন সময় বিতর্কিত সিদ্ধান্তের কারণে ডমিঙ্গোর জায়গাটাও নড়বড়ে হয়ে গিয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.