বল টেম্পারিং কাণ্ডে রবি বোপারার জরিমানা

সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারাকে বল টেম্পারিং কাণ্ডে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ম্যাচ রেফারি দেবব্রত পাল তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছিল।

যদিও বোপারা আপিল করলে বিপিএলের ট্যাকনিকেল কমিটির প্রধান রাকিবুল হাসান তার আবেদন মঞ্জুর করেন। বিপিএলের কোনো ক্রিকেটারের শাস্তি পুনঃবিবেচনার ক্ষমতা রয়েছে এই টুর্নামেন্টের ট্যাকনিকেল কমিটির। সেই ক্ষমতাবলেই বোপারার শাস্তি কিছুটা কমিয়েছেন তারা।

বিপিএলের এবারের আসরে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ হবেন বোপারা। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ৪ ডিমেরিট পয়েন্টের জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে। বিপিএলের ইতিহাসে এবারই প্রথম বল টেম্পারিংয়ের কারণে নিষেধাজ্ঞা পেলেন কোনো ক্রিকেটার।

ঘটনাটি খুলনা টাইগার্স বনাম সিলেট সানরাইজার্সের ম্যাচের। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। খুলনার ইনিংসের নবম ওভারে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। ওভারের তৃতীয় বল করার পর বোপারার কাছ থেকে বল কেড়ে দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা।

টিভি রিপ্লেতে দেখা যায় তৃতীয় বলের আগে বাঁহাত দিয়ে আড়াল করে ডান হাতের দুই আঙুল দিয়ে বল টেম্পারিংয়ের চেষ্টা করেছেন বোপারা। এই বিষয়টি নজর এড়ায়নি মাঠের আম্পায়ারদের।

এর শাস্তি হিসেবে তাৎক্ষণিকভাবে সিলেটের বিপক্ষে ৫ রানের পেনাল্টি দেয়া হয়। যা যোগ করা হয় খুলনার স্কোরকার্ডে। ম্যাচ শেষে এই বিষয়ে ম্যাচ রেফারির কাছে বিস্তারিত অফিযোগ করেছিলেন মাঠের দুই আম্পায়ার। তারা মাঠেই বল টেম্পারিং নিয়ে বোপারার কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। যদিও আম্পায়ারদের তিনি ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন। সেই ওভারের বাকি তিন বলে এক ওয়াইডসহ আরও ২ রান দেন সিলেটের এই অধিনায়ক।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.