নিউজিল্যান্ডের কোভিড নিয়ন্ত্রণ বিষয়ক নীতিমালা ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইনে (এমআইকিউ) পর্যাপ্ত জায়গা না থাকায় গত বছরের শেষ দিকে ভারত সিরিজ স্থগিত করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। অভিন্ন কারণে অস্ট্রেলিয়া সিরিজও স্থগিত করলো তারা।
গত বছরের সেপ্টেম্বরে ভবিষ্যত সূচি প্রকাশ করেছিল নিউজিল্যান্ড। এমআইকিউয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের সফরকে অনুমোদন দিয়েছিল কিউইরা। চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল ভারতেরও। কিন্তু এমাআইকিউ তালিকায় নেই সেই সিরিজ। ব্যস্ত সূচি এবং দেশটির কোয়ারেন্টাইন নিয়মের কারণে রাখা হয়নি ভারত সিরিজ। একই কারণে স্থগিত হয়েছে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর। মধ্য মার্চে তিন ম্যাচের সিরিজ খেলতে কিউইদের মাটিতে পা রাখার কথা ছিল ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চদের।
দেশটির কোয়ারেন্টাইন নিয়মের কারণে সিরিজটি স্থগিত করতে বাধ্য হয়েছে এনজেডসি। তাতে সায় দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। নেপিয়ারে মাত্র চারদিনের ব্যবধানে তিন ম্যাচ খেলার কথা ছিল এই দুই দলের।
এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি নেপিয়ারের ম্যাক লিন পার্কে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ২৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজটি হওয়ার কথা ছিল বে ওভালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ স্থগিত করলেও অনুষ্ঠিত হবে ভারত নারী দলের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ডের নারী দল। সূচি অনুযায়ী হবে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস সিরিজ। এদিকে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপও।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.